খবর বিভাগে ফিরে যান

২০২৪-এর লোকসভা নির্বাচনে আশাবাদী না বিজেপি

মার্চ 16, 2022 | < 1 min read

২০১৯-এর ভোটে বাংলায় ১৮টি আসন জেতার পর ২০২১-এর ভোটের ফল গেরুয়া শিবিরের কাছে বিরাট আঘাত। তার পরবর্তী উপনির্বাচন ও পুর নির্বাচনে তো বিজেপি মুখ থুবড়ে পড়েছে একেবারে।


এই অবস্থায় যদি লোকসভা ভোট হয়, তবে বিজেপি কতগুলি আসন জিততে পারে, তা নিয়ে অভ্যন্তরীণ রিপোর্ট তৈরি করেছে দল। শুভেন্দু অধিকারীর দাবি বাংলা থেকে ২৫টি আসনে জিতবে বিজেপি!


তবে. বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট বলছে- এখনই যদি সংগঠন সংস্কার না করা যায়, তবে তাদের পক্ষে ১৮টি আসন ধরে রাখাই সমস্যার হবে। তাই সবার আগে ১৮ আসন নিশ্চিত করতে চাইছে বিজেপি। ২০২১-এর মুখ থুবড়ে পড়ার পর নেতৃত্বে বদল এসেছে ঠিকই, কিন্তু সংগঠনের খোলনোলচে বদল হয়নি।


বরং অনেক বিজেপি নেতা-কর্মী নিষ্ক্রিয় ও নিস্তেজ হয়ে পড়েছে। এই অবস্থায় বুথ ধরে ধরে শক্তি বাড়াতে উদ্যোগী বিজেপি। এখন সেই কাজে বিজেপি কতটা সফল হয়, তার উপরই নির্ভর করবে তাদের ভবিষ্যৎ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare