লোকসভায় দশের কম আসন, সমীক্ষা বঙ্গ বিজেপির
দলের অভ্যন্তরীণ সমীক্ষায় মাথায় হাত বঙ্গ বিজেপি নেতৃত্বের। সেখানে দেখা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে বাংলায় দশটি আসনও পাচ্ছে না বিজেপি।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রায় ১১ হাজার আসন জিতেছে বিজেপি। সেখানে ২০২৪ লোকসভা নির্বাচনের সমীক্ষায় আসন কমছে কি ভাবে? অনেকগুলো বিষয় এই ঘটনার জন্য দায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমত INDIA জোটের ফলে প্রদেশ কংগ্রেস ভোট তৃণমূলের দিকে শিফট করতে পারে।
দ্বিতীয়ত বিজেপিতে শুভেন্দু অধিকারী সহ বিক্ষুব্ধ তৃণমূলী নেতৃত্বের উত্থান ভালো চোখে নিচ্ছেন না প্রাক্তন সিপিএম সমর্থকরা, যাদের ক্ষোভের উপর ভোর করেই বাংলায় বিজেপির উত্থান। তৃতীয়ত দিলীপ ঘোষ সাইডলাইনড হওয়ায় ক্ষুব্ধ আদি বিজেপি কর্মীরা। এই পরিস্থিতিতে ২০২৪ সালের ভোট বৈতরণী কি ভাবে পার হবে সেই নিয়ে চিন্তিত বঙ্গ বিজেপি।