বাংলা বিভাগে ফিরে যান

৪ পুরভোটে খারাপ ফল কেন, রিপোর্ট চাইল কেন্দ্রীয় নেতৃত্ব

ফেব্রুয়ারি 20, 2022 | < 1 min read

চার পুরসভায় মোট ২২৬ টি আসনের মধ্যে মাত্র ১২টি আসন বিজেপির দখলে এসেছে।
চারটি পুরসভার অর্ধেকেরও বেশি ওয়ার্ডে তৃতীয় ও চতুর্থ স্থান কেন? গত বিধানসভার ভোটের হার ধরে রাখা গেল না কেন? এসব প্রশ্নের জবাব পেতে বঙ্গ বিজেপির থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট নেবে দিল্লি। শুধু তাই নয়, যারা তৃতীয় বা চতুর্থ হয়েছে, তাদের প্রার্থী করা কতটা যুক্তিযুক্ত ছিল, প্রার্থী নির্বাচন কতটা সঠিক ছিল, তাও জানতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সমস্ত প্রার্থীদের বায়োডাটাও দেখবে দিল্লি।


প্রার্থীদের যোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন ছিল দলের অন্দরে। তারমধ্যে, জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ চরমে রাজ্য বিজেপির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে। বাংলায় দলের এই টালমাটাল অবস্থা নিয়ে রাজ্য নেতাদের উপর এমনিতেই বিরক্ত কেন্দ্রীয় নেতারা।
উত্তরপ্রদেশের ভোট মিটলেই মার্চ মাসের মাঝামাঝি সংগঠন নিয়ে বাংলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন জেপি নাড্ডা, বি এল সন্তোষরা।


তার আগে, খারাপ ফলের জন্য যখন ভোটে সন্ত্রাসের যুক্তিকে খাড়া করা হচ্ছে তখন যেখানে দল তৃতীয় বা চতুর্থ হয়েছে সেখানে কি যুক্তি দেবে বর্তমান রাজ্য নেতৃত্ব, এখন সেটাই দেখার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare