দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি

জুলাই 17, 2024 | < 1 min read

রাজ্যসভায় আসন কমল বিজেপির। যার জেরে সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাল শাসকজোট এনডিএ।

এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে এনডিএ শিবিরের বাইরে থাকা বন্ধু দলগুলির সাহায্য প্রয়োজন হতে পারে বিজেপির। ২৪৫ সদস্যের রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে লাগে ১১৩ জন সাংসদের সমর্থন। এনডিএ-র ঘাটতি আছে ১৩ জনের। ইন্ডিয়া জোটের হাতে রয়েছে ৮৭জন সদস্য। এর মধ্যে, কংগ্রেসের ২৬ জন, তৃণমূলের ১৩ জন এবং আম আদমি পার্টি ও ডিএমকে-র ১০ জন করে সাংসদ আছেন।

এনডিএ এবং ইন্ডিয়া জোটের বাইরে, অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টির রয়েছে ১১ জন সাংসদ, ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজেডির রয়েছে ৯ জন সাংসদ এবং তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর বিআরএস ও বিজেপির প্রাক্তন সঙ্গী এআইএডিএমকে-র রয়েছে ৪ জন করে সাংসদ। এছাড়া, রাজ্যসভায় মোট ১২ জন মনোনীত সদস্য আছেন।

সম্প্রতি ওড়িশার বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নবীন পট্টনায়কের দল বিজে়ডি জানিয়েছে, তারা রাজ্যসভায় আর বিজেপিকে সমর্থন করবে না। সে ক্ষেত্রে রাজ্যসভায় এই ‘নিরপেক্ষ’ দলগুলির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare
অলিম্পিকের সময়ে মোদির ফোন না ধরা নিয়ে বিস্ফোরক ভিনেশ
FacebookWhatsAppEmailShare
হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি করে খুন, দিল্লির ঘটনায় চাঞ্চল্য
FacebookWhatsAppEmailShare