খবর বিভাগে ফিরে যান

কেরোসিন বরাদ্দের ক্ষেত্রেও বৈষম্যের শিকার বাংলা

জানুয়ারি 24, 2024 | < 1 min read

রেশনে কেরোসিন বরাদ্দের ক্ষেত্রে আবারো বঞ্চিত বাংলা। চলতি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের জন্য বিভিন্ন রাজ্যকে কেরোসিন বরাদ্দ করে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক গত ২৯ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বাংলার কোনও উল্লেখই ছিল না। মোট ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার জন্য চলতি আর্থিক বছরের চতুর্থ কোয়ার্টারে কেরোসিন বরাদ্দ করা হয়।

দেশের বেশ কয়েকটি রাজ্য সরকার স্বেচ্ছায় কেরোসিনের কোটা ছেড়ে দেওয়ায় তাদের নাম তালিকায় থাকে না। কেরোসিনের কোটা ছেড়ে দেওয়ার কেন্দ্রীয় সরকারের প্রস্তাব অনেক আগেই রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। এই পরিস্থিতিতে গত ১৯ জানুয়ারি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক থেকে রাজ্য খাদ্যদপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে, জানুয়ারি মাসে রাজ্যের জন্য ৫৮ হাজার ৬৬৮ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করা হয়েছে।

কিন্তু চলতি মাসের মধ্যেই ওই কেরোসিন তুলে নিতে হবে। এর আগে সব রাজ্যের কেরোসিন বরাদ্দ করে যে বিজ্ঞপ্তি জারি হতো, তাতে তিন মাসের মধ্যে পুরো কেরোসিন তুলতে পারার অনুমতি ছিল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare