দেশ বিভাগে ফিরে যান

মোদীর জয়গানের ছবি চায় দিল্লি

মার্চ 8, 2022 | < 1 min read

যুদ্ধ কিংবা সামরিক অভিযানের প্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ আগেও উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকাজ নিয়েও একই অভিযোগ উঠল। বঙ্গ বিজেপির কাছে মোদী সরকারের এই সাফল্যগাথা তুলে ধরার নির্দেশ এসেছে দিল্লি থেকে।


সূত্রের দাবি, অমিতাভ চক্রবর্তীর কাছে খোদ পিএমও থেকে ফোন আসে যে, যুদ্ধক্ষেত্রে আটকে থাকা প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীর তালিকা বিদেশ মন্ত্রকের তরফে তুলে দেওয়া হয়েছে রাজ্য পার্টির হাতে। বলা হয়েছে, লিস্ট মিলিয়ে সেই পড়ুয়াদের বাড়ি বাড়ি পৌঁছে যান। ইতিমধ্যে বাড়িতে ফেরা পড়ুয়া কিংবা না ফেরা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করুন। ছবি তুলুন। আর তারপর সেই ছবি প্রধানমন্ত্রীর দপ্তরকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ‘ট্যাগ’ করে পোস্ট করুন।


অতএব, এমন একটা আবহ তৈরি করতে হবে, যেন প্রধানমন্ত্রীর জন্যই এই উদ্ধার কাজ সম্ভব হল। লক্ষ্য একটাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান।সারা দেশে বিজেপি যে অস্তিত্ব সংকটে ভুগছে তা এবার স্পষ্ট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare