বাংলা বিভাগে ফিরে যান

দুর্গা পুজোয় মেনু নিয়ে কোন্দল বিজেপিতে

অক্টোবর 8, 2021 | < 1 min read

পুজোর আয়োজন নিয়ে মতবিরোধের পর এবার পুজোর মেনু নিয়ে বিবাদ বাঁধল বিজেপিতে।


বিজেপির দূর্গাপুজোয় তিন দিনের খাওয়া-দাওয়া শুধুই খিচুড়ি আর বেগুন ভাজা? নাকি সপ্তমী থেকে নবমীর মেনুতে থাকবে মাছ ও খাসির মাংসও?


রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ পুজোয় খিচুড়ি বেগুনভাজার পক্ষে। তাঁদের দাবি, বিজেপির আয়োজনে এমনিতে নিরামিষ ভোজনের ব্যবস্থা থাকে।


তার ওপর ভোটের পর দলের আর্থিক অবস্থা ভাল নয়, তাই এবার বাহুল্য থাক। অন্য একটি গোষ্ঠী আবার বাঙালি আমিষ পদের দাবি তুলেছে। তাদের চাই মাছ, মাংস। তবে তাতে যে খরচ বাড়বে তা তারা স্বীকার করে নিয়েছেন। তৃতীয় এক গোষ্ঠীর আবার দাবি, দুরকমই থাক।


পুজো হবে কিনা তা নিয়ে প্রথম থেকেই মতান্তর ছিল দিলীপ ঘোষ আর নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে।

শেষমেশ, সল্টলেক ইজেডসিসিতে গতবারের তুলনায় ছোট করে পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare
অনশন প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে আসার ডাক মুখ্যসচিবের
FacebookWhatsAppEmailShare
‘পরিবার থেকে এভাবে সরানো যায় না’ স্বাস্থ্য সচিবের অপসারণ নিয়ে ডাক্তারদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
FacebookWhatsAppEmailShare