বাংলা বিভাগে ফিরে যান

বাংলা বনধের ডাক কি আলোচনা ছাড়াই? প্রশ্ন বিজেপি-র অন্দরেই

ফেব্রুয়ারি 28, 2022 | < 1 min read

রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে আচমকাই বনধ ঘোষণা করা হয়। বিজেপির অনেক রাজ্য নেতারই দাবি, সেই সময় সংবাদমাধ্যমের মতো তারাও প্রথমবার জানতে পারেন, দল বাংলা বন্‌ধের মতো বড় কর্মসূচি নিতে চলেছে।


এদিকে আজ দুপুরের আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বন্‌ধ প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরেই উঠেছে প্রশ্ন— আদৌ রাজ্য নেতৃত্বের মধ্যে কোনও আলোচনা করে কি বন্‌ধ ডাকা হয়েছিল?


বিজেপি সূত্রে যা জানা গেছে, রবিবার অমিত মালব্যর নেতৃত্বেই বন্‌‌ধ ডাকার সিদ্ধান্ত নেন সুকান্ত। সেই আলোচনায় ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। এমনকি দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সাংবাদিক বৈঠকের আগে বন্‌ধ ডাকা হতে পারে বলে জানতেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা।


পুরভোট নিয়েও যে বিজেপি ছন্নছাড়া তা পদে পদে টের পাওয়া গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে ভোট প্রক্রিয়ার মধ্যে বন্‌ধ সফল করা যাবে কি না তা আগে থেকে ভাবা উচিত ছিল বলেই মনে করছে দলের বড় অংশ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare