NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর

ডিসেম্বর 2, 2024 < 1 min read

শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে সোমবার এই বিজ্ঞপ্তি জারি করে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, শুক্রবার আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে এই প্রস্তুতি বৈঠক হতে চলেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাসের ৫-৬ তারিখে নিউ টাউনে অনুষ্ঠিত হতে চলেছে বিজিবিএস। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি দু’দিনের এই সম্মেলনে থাকবে একাধিক বাণিজ্য বিষয়ক বৈঠক, দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং প্রদর্শনী। একই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণেও অনুষ্ঠান চলবে।

গত বছর ২১ এবং ২২ নভেম্বর বিজিবিএস আয়োজন করেছিল রাজ্য সরকার। সে বার তিন বছরে ২০ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুকেশ অম্বানি। এর পর চলতি বছরে বিজিবিএস না করে, তার পরিবর্তে পুজোর আগে ‘বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার বরাবরই দাবি করে এসেছে, লগ্নির সেরা গন্তব্য এ রাজ্য, তাই আগামী বছরের ফেব্রুয়ারির ওই সম্মেলনকে মাথায় রেখে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না নবান্ন।

সরকারি সূত্রে খবর, বড়, ক্ষুদ্র-ছোট-মাঝারি, পরিকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, পর্যটন, পরিবহণ, চলচ্চিত্র ক্ষেত্রের জন্য আগেই বিভিন্ন সেক্টর কমিটি গড়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সাথে নিয়মিত সেই কমিটিগুলির বৈঠক হওয়ার কথাও শোনা গিয়েছে। শিল্প এবং পরিকাঠামো বিনিয়োগকারীদের জন্য কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। ইতিমধ্যে পাওয়া লগ্নি প্রস্তাবগুলি বাস্তবে কী পর্যায়ে রয়েছে, তা খতিয়ে দেখতে চায় নবান্ন।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল বিধায়কদের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ

FacebookWhatsAppEmailShare

বাংলার প্রাপ্য টাকা দেয় না নয়াদিল্লি, অর্থ কমিশনের বৈঠকে কেন্দ্রের বঞ্চনায় সরব মমতা

FacebookWhatsAppEmailShare

ফের যাদবপুরের হোস্টেলে মাদকাসক্ত প্রাক্তনীদের দৌরাত্ম,উপাচার্যকে চিঠি ক্ষুব্ধ পড়ুয়াদের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...