বাংলা বিভাগে ফিরে যান

সর্বভারতীয় স্পিকার সম্মেলনে ‘অপরাজিতা’ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ বিমান বন্দ্যোপাধ্যায়ের

সেপ্টেম্বর 24, 2024 | 2 min read

আরজি কর কাণ্ডে আলোড়ন আবহেই বিধানসভায় পাশ হয়েছিল ‘অপরাজিতা’ বিল। সেই বিল এখনও কার্যকর করা গেল না। দ্রুত কার্যকর করা হোক। সোমবার সর্বভারতীয় স্পিকার সম্মেলনেও সে প্রসঙ্গ তুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ মোকাবিলায় ‘অপরাজিতা’ বিল পাশ করেছে রাজ্য সরকার। তারপরেও কেন এই বিল দ্রুত কার্যকর করা যাচ্ছে না? প্রশ্ন উঠছেই। তবে বিল শেষ পর্যন্ত আইনিভাবে কার্যকর হবেই বলে এদিনের সম্মেলনে আশা প্রকাশ করেছেন স্পিকার। সূত্রের খবর, বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরে ‘অপরাজিতা’ বিল- সহ ২০টি বিল আটকে রয়েছে।

আইন করা যায়নি। সেক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা নিয়েও কাটাছেঁড়া করেছেন স্পিকার।পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির ‘তৎপরতা ‘ নিয়েও এদিনের সম্মেলনে সরব হয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এজেন্সির তৎপরতা কখনও কখনও জন প্রতিনিধিদের কাজের ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে উদাহরণ স্বরূপ স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে আসা এক বিধায়কের প্রসঙ্গ তোলেন স্পিকার। বাড়িতে এজেন্সি পৌঁছেছে শুনে বিধানসভার বৈঠকের শুরুর কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে যান ওই বিধায়ক। এমনকি, তল্লাশির নামে হেনস্থা করা হচ্ছে। যার ফলে ওই জনপ্রতিনিধিদের সম্মানহানি হচ্ছে বলেও এদিনের বৈঠকে আক্ষেপের সুরে উল্লেখ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধায়করা যাতে ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারেন, তার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন এবং ভয়ের এই বাতাবরণ থেকে বেরিয়ে এসে একটা সুষ্ঠু-সুন্দর পরিবেশ গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেছেন, কোনও বিষয়ে তদন্তের জন্য বিধায়কদের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি কথা বলতেই পারে। কিন্তু এমন কোনও ঘটনা যেন কেন্দ্রীয় এজেন্সি না ঘটায় যাতে জনসমাজে একজন বিধায়কের সম্মান ক্ষুণ্ণ হয়। এছাড়া নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে ‘এক দেশ এক ভোট’ কার্যকর করা বাস্তবসম্মত নয় বলেও মত প্রকাশ করেছেন বিমানবাবু।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare