খবর বিভাগে ফিরে যান

বিজেপির দুর্গাপুজোর আয়োজন নিয়ে ঘোর অনিশ্চয়তা

সেপ্টেম্বর 21, 2021 | < 1 min read

পুজোর আর একমাসও বাকি নেই, কিন্তু বিজেপির পুজোর আয়োজন নিয়ে কোনও কথাই শোনা যাচ্ছে না।

গতবারে ষষ্ঠীর দিন খোদ নরেন্দ্র মোদী ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছিলেন।

কিন্তু এবার পুজো নিয়ে কোনও পরিকল্পনা বা উদ্যোগ আছে কিনা তাই স্পষ্ট নয় দলীয় নেতৃত্বের একাংশের কাছে।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “যতদূর জানি কোনও প্রস্তুতি হয়নি। দুর্গাপুজোর আয়োজন করাটা কোনও পার্টির কাজ হতে পারে না, তাও কিছু লোকজন এগিয়ে এসে করেছিলেন। যারা গত বছর পুজো আয়োজনের মধ্যে ছিলেন তাঁদের অনেকেই আর পার্টিতে নেই”।

দলের একাংশের মতে, গত বছর ভোটের আগে যথেষ্ট চাঙ্গা ছিল দল কারণ, তৃণমূল থেকে তখন স্রোতের মতো লোকজন বিজেপিতে গিয়েছিলো।

আর এবার বিধানসভা ভরাডুবির পর পুজো করার উৎসাহ আর কারোরই নেই। এমনকি বিজেপি থেকে পাততাড়ি গুটিয়েছেন অনেকেই।

সব মিলিয়ে এবার বিজেপির দুর্গাপুজোর আয়োজনে ঘোর অনিশ্চয়তা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare