NEWSZNOW বাংলা

১৮ মার্চ, ২০২৫ ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের অনুদানের প্রতিশ্রুতি, কটাক্ষ সুপ্রিম কোর্টের

ফেব্রুয়ারি 13, 2025 < 1 min read

ভোটের আগে সাধারণ মানুষকে বিনামূল্যে সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি নিয়ে কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের। এ দিন এক মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে এই ‘ফ্রিবি-র চলের সমালোচনা করে পর্যবেক্ষণ রাখে যে ফ্রি-তে রেশন ও টাকা পাওয়ার জন্য মানুষ আর কাজ করতে চাইছে না। শহরাঞ্চলে গৃহহীন মানুষদের বাসস্থানের অধিকার সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গভাই ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসি নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দল ও সরকারের বিনামূল্যে নানা সুযোগ-পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আপত্তি জানান। বিচারপতি গভাই বলেন, “দুঃখজনকভাবে এই ফ্রিবি-র জন্য মানুষ আর কাজ করতে চাইছে না। তারা ফ্রি-তে রেশন পাচ্ছেন, কোনও কাজ না করেই হাতে টাকা পাচ্ছেন।” গৃহহীন মানুষদেরও সমাজের অংশ করা উচিত এবং দেশের উন্নয়নে তাদেরও সামিল করা উচিত বলেই পর্যবেক্ষণ রাখে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে বলা হয়, “আপনাদের উদ্বেগকে সাধুবাদ জানাই, তবে যদি তাদের সমাজের মূলস্রোতের অংশ করা হয় এবং দেশের উন্নয়নে অংশ নিতে দেওয়া হয়, তবে আরও ভাল হয়।” মধ্যপ্রদেশে লাডলি বহনা স্কিম চালু করে বাজিমাত করেছে বিজেপি সরকার। মধ্যপ্রদেশের দেখাদেখি মহারাষ্ট্রের সদ্য অনুষ্ঠিত বিধানসভা ভোটের আগে সেখানকার বিজেপি জোট সরকার মুখ্যমন্ত্রী লাডলি বহেনা স্কিম চালু করে মহিলাদের ভোট টানতে সক্ষম হয়। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের আদলে কর্নাটক সরকার ভাগ্যলক্ষ্মী স্কিম চালু করে মাস শেষে মহিলাদের নগদ টাকা দিচ্ছে। এবার এই জাতীয় স্কিমের বিরুদ্ধে সরব হল দেশের সর্বোচ্চ আদালত।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

ট্রেনের তলায় কাটা পড়ছে বাংলা: বরাদ্দ কমাচ্ছে কেন্দ্র

FacebookWhatsAppEmailShare

‘ভূতুড়ে’ ভোটার বাছতে জেলায় জেলায় কমিটি তৃণমূলের

FacebookWhatsAppEmailShare

মিড-ডে মিল এর বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা দফতরের নয়া পরামর্শ

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...