বাংলা বিভাগে ফিরে যান

রইলো কয়েকটি বাঙালি খাবারের রেস্তোরাঁর নাম

এপ্রিল 15, 2022 | < 1 min read

পয়লা বৈশাখ মানেই খাওয়া-দাওয়া, তাই আপনাদের জন্য রইলো কয়েকটি বাঙালি খাবারের রেস্তোরাঁর নাম

দক্ষিণ কলকাতা

১) ‘৬ (সিক্স) বালিগঞ্জ প্লেস’-এখানে আপনারা সাধারণ বাঙালি খাবারের সঙ্গে পেয়ে যাবেন ঠাকুর পরিবারের রান্না। ডাব চিংড়ি কিন্তু অবশ্যই খেতে হবে।

২) ওহ! ক্যালকাটা – ফোরাম মলের এই রেস্তোরাঁয় মাছের পদ না খেলেই নয়।

৩) সপ্তপদী – হিন্দুস্তান পার্কের এই রেস্তোরাঁয় নববর্ষ উপলক্ষ্যে ৯৯৯ টাকায় বিশেষ বুফের ব্যবস্থা থাকছে।

৪) ভজহরি মান্না – হিন্দুস্তান রোডের এই বিখ্যাত রেস্তোরাঁর সব খাবারই লাজওয়াব!

৫) তরুণ নিকেতন – রাসবিহারীর শতাব্দীপ্রাচীন এই পাইস হোটেলে যেতেই পারেন পুরোনো স্বাদ আস্বাদন করতে।

এরপর দেখে নিন পার্ক স্ট্রিট ও ধর্মতলা চত্বরের রেস্তোরাঁ

১) রোজউড – পার্ক হোটেলের এই রেস্তোরাঁয় লাক্সারি বাঙালি ভোজের অভিজ্ঞতা পাবেন।

২) ইলিশ ট্রুলি বং – কম খরচে পার্ক স্ট্রিটের এই রেস্তোরাঁয় পাবেন সবরকম বাঙালি পদ।

৩) আহেলি – পিয়ারলেস ইনের আহেলির কোনো আলাদা করে ভূমিকা লাগে না; এখানে পেয়ে যাবেন আলা-কার্টে থেকে ব্যুফে বা থালি – সবকিছুই।

৪) ভোজ কোম্পানি – নিউ মার্কেটের এই রেস্তোরাঁয় পাবেন কম দামে ভালো খাবার।

এবার আসি উত্তর কলকাতায়

১) মহল – কলেজ স্ট্রিটের বিখ্যাত হোটেলের সুখ্যাতি শিয়ালদহ পৌঁছনোর সঙ্গে-সঙ্গেই পেয়ে যাবেন।

২) স্বাধীন ভারত হিন্দু হোটেল – প্রেসিডেন্সির পাশে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রিয় এই পাইস হোটেলে পাবেন উৎকৃষ্ট মানের বাঙালি খাবার

৩) কেয়ার-অফ বেঙ্গলি – হাতিবাগানের এই রেস্তোরাঁয় ভালো খাবারের পাশাপাশি পাবেন instagramable পরিবেশ।

৪) আলফ্রেসকো – গ্রেট ইস্টার্ন হোটেলের এই রেস্তোরাঁয় পাবেন বাঙালি খাবারের অবিস্মরণীয় সম্ভার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare