বিনোদন বিভাগে ফিরে যান

টিআরপি তালিকায় কোন ধারাবাহিক পেল কত নম্বর?

মার্চ 31, 2022 | 2 min read

গ্রাম হোক বা শহর সন্ধ্যে মানেই বাংলা সিরিয়াল নিয়ে মেতে থাকেন গৃহিণীরা। তাদের জন্য রইলো টিআরপির নিরিখে সিরিয়ালের স্থান।

কখনও এগিয়ে ষ্টার জলসা কখনও বা জি বাংলা, বিনোদনের মঞ্চে কে কতটা মানুষকে আনন্দ দিতে পারল আসুন একনজরে দেখে নিই।

১/৫

গাঁটছড়া- নিজের আগের জায়গা এই সপ্তাহেও ধরে রাখতে সক্ষম ষ্টার জলসার ‘গাঁটছড়া’। গত সপ্তাহে ৯.৯ নিয়ে প্রথম স্থানে ছিল শোলাঙ্কি-শ্রীমা-গৌরব-অনিন্দ্যরা এই সপ্তাহেও ১০ এর রেটিং নিয়ে তারাই শীর্ষে।

২/৫

মিঠাই- এই সপ্তাহেও মিঠাই ফিরতে পারলোনা শীর্ষে। গত সপ্তাহে ৯.৩ ও এই সপ্তাহে ৯.৫ রেটিং নিয়ে আবার দুইয়েই রয়ে গেল সকলের অন্যতম প্রিয় সিরিয়াল মিঠাই।

৩/৫

আলতা ফড়িং- তালিকাতে এই সপ্তাহেও তৃতীয় স্থান ধরে রাখতে সক্ষম জলসা র ‘আলতা ফড়িং’ কিন্তু গত সপ্তাহে যে রেটিংটি ছিল ৮.৭ সেটি এই সপ্তাহে ৯.১। সুতরাং বলা বাহুল্য আগের থেকে মানুষের মনের বেশি কাছে এসেছে সিরিয়ালটি।

৪/৫

উমা- গত সপ্তাহে ৭ নম্বরে থাকা ‘উমা’ একলাফে উঠে এসেছে ৪ এ। সম্প্রতি শুরু হওয়া সিরিয়াল ‘উমা’-র জনপ্ৰিয়তা যে ইতিমধ্যেই তুঙ্গে সেটি অস্বীকার করার জায়গা নেই। এই সপ্তাহে ৮.৫ রেটিং নিয়ে ৪ এ ‘উমা’ অন্যদিকে গত সপ্তাহে ৪ এ থাকা মন ফাগুন ২ ধাপ নেমে ৬ নম্বরে নিজের জায়গা পেয়েছে।

৫/৫

অনুরাগের ছোঁয়া- গত সপ্তাহের মত এই সপ্তাহেও ৫ এ ‘অনুরাগের ছোঁয়া’। এমনকি এই সিরিয়ালের রেটিংও আগের সপ্তাহের মত ৮.৪ ই আছে।

টিআরপি তালিকায় কোথায় কোন ধারাবাহিক:

গাঁটছড়া- ১০ (প্রথম)

মিঠাই- ৯.৫ (দ্বিতীয়)

আলতা ফড়িং- ৯.১ (তৃতীয়)

উমা- ৮.৫ (চতুর্থ)

অনুরাগের ছোঁয়া- ৮.৪ (পঞ্চম)

মন ফাগুন ও গৌরী এল – ৮.২ (ষষ্ঠ)

আয় তবে সহচরী – ৮.১ (সপ্তম)

লক্ষ্মী কাকিমা সুপারষ্টার – ৭.৯ (অষ্টম)

পিলু – ৭.৬ (নবম)

ধূলোকণা – ৭.০ (দশম)

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লরেন্স বিষ্ণয়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ
FacebookWhatsAppEmailShare
৩৫ বছর পর ফের টিভিতে ফৌজি, শাহরুখের জায়গায় কোন অভিনেতা?
FacebookWhatsAppEmailShare
প্রয়াত দেবরাজ রায়
FacebookWhatsAppEmailShare