বাংলা বিভাগে ফিরে যান

জিএসটি আদায়ে নতুন রেকর্ড ছুঁলো বাংলা

অক্টোবর 22, 2021 | < 1 min read

কোভিড ও প্রাকৃতিক দুর্যোগের জোড়া ধাক্কা সামলেও উজ্জ্বল বাংলার অর্থনৈতিক ব্যবস্থা।

চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে বাংলার এসজিএসটি ও আইজিএসটি আদায় বেড়েছে ৫৪%।

গত অর্থবর্ষে এই পাঁচ মাসের তুলনায় এবার অনেকটাই বেড়েছে কর আদায়। কেন্দ্রের বিজেপি সরকারের চূড়ান্ত বঞ্চনা সত্ত্বেও এই সাফল্য এসেছে।

বর্তমান এবং পূর্ববর্তী দুই অর্থবর্ষ মিলিয়ে জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্য প্রায় ৫৮৫০ কোটি টাকা পায় কেন্দ্রের থেকে। কিন্তু সেই টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় বিজেপি সরকার।

এর সঙ্গে ইয়াস এবং আমফান ঘূর্ণিঝড়েরও সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়নি কেন্দ্র।

শুধুমাত্র ২০২১ সালের মার্চ মাসে ৩১০০ কোটি টাকা এসজিএসটি ও আইজিএসটি আদায় করছে বাংলার সরকার।

অতিমারি পরিস্থিতিতে মানুষের টাকা মানুষের হাতে পৌঁছে দিয়ে তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করার বাংলার সরকারের এই উদ্যোগ সাফল্য এনে দিয়েছে বলে মত অর্থনীতিবিদদের

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare