বাংলা বিভাগে ফিরে যান

বাড়ি বাড়ি পানীয় জল সংযোগে গোটা দেশে শীর্ষে বাংলা

জানুয়ারি 7, 2022 | < 1 min read

কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বছরের (২০২১-২২) প্রথম নয় মাসে (এপ্রিল-ডিসেম্বর) ১৫লক্ষ ৭২ হাজারের বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করে শীর্ষ পৌঁছেছে বাংলা। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত কর্ণাটক, তৃতীয় স্থানে বিজেপি জোটের বিহার। আর স্বপ্নরাজ্য উত্তরপ্রদেশ নবম স্থান ও গুজরাত রয়েছে ১৪তম স্থানে

জলস্বপ্ন প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ৩০ লক্ষ ৪১ হাজার ৫১৩টি বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করেছে পি এইচ ই দপ্তর। বাংলার দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।

এমনকি শুখা এলাকাতেও ভূগর্ভস্থ জল উত্তোলন করে পাইপ লাইনের মাধ্যমে তা বাড়িতে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র পানীয় জলের সংযোগ স্থাপন নয়, সরবরাহ করা জল পরিস্রুত কি না, তা দেখার জন্য বাড়ি বাড়ি সমীক্ষাও চালানোর সিদ্ধান্তও নিয়েছে বাংলার সরকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare