বাংলা বিভাগে ফিরে যান

স্বরাষ্ট্র মন্ত্রকের বাড়ির বর্তমান ভাড়ার মূল্যায়ন নিখরচায় করবে বাংলা

ফেব্রুয়ারি 22, 2022 | < 1 min read

কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক বাড়ি আছে। সেগুলি থেকে পুরনো হারে খুব সামান্য ভাড়া পায় কেন্দ্র। বর্তমানে ন্যায্য ভাড়া কত হওয়া উচিত, তা মূল্যায়নের অনুরোধ জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দীয় সরকার। এর মধ্যে বেশ কিছু বাড়ি গণেশচন্দ্র অ্যাভিনিউ-এর মতো গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত।


অথচ পুরনো হারে ভাড়া বাবদ ভাড়াটিয়া পিছু প্রতিমাসে আদায় হয় মাত্র ২০ থেকে ৩০ টাকা। এই মূল্যায়নের কাজে কেন্দ্রকে সমস্ত রকম সাহায্য করার আশ্বাসও দিয়েছে রাজ্য। তাও আবার নিখরচায়। বাংলা তার ঐতিহ্য সৌজন্যতা বজায় রাখছে। অথচ, কেন্দ্রের কাছে বাংলার বকেয়া পাওনা প্রায় ৯০ হাজার কোটি টাকা।


বারবার তদ্বির করেও পাওয়া যাচ্ছে না এই টাকা। তবুও মোদী সরকারের আয় বাড়ানোয় সাহায্য করতে পিছপা হচ্ছে না বাংলা প্রশাসন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare