খবর বিভাগে ফিরে যান

বিদেশে কাজের জন্য বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দেবে রাজ্য

নভেম্বর 11, 2021 | < 1 min read

বেকার যুবক-যুবতীদের কারিগরি দক্ষতা বাড়িয়ে বিদেশে কর্মসংস্থান কী ভাবে দেওয়া যায়, তা নিয়ে সম্প্রতি কেন্দ্রের সঙ্গে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার।

বিদেশে কী ধরনের দক্ষ কর্মীর চাহিদা রয়েছে, তা বুঝে এখানে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা চলছে।

দেশে এমন এক কোটির বেশি কর্মপ্রার্থী বিদেশে কাজের খোঁজে নাম নথিভুক্ত করেছেন এবং বাংলার ক্ষেত্রে তা লক্ষাধিক।

অনেক দেশে দেখাশোনা করার লোক, শিল্পে দক্ষ শ্রমিক, রাজমিস্ত্রি, নার্স বা অটোমোবাইল -সহ অনেক পেশায় দক্ষ কর্মীর প্রয়োজন হয়। আবার জার্মানি, জাপানের মতো দেশগুলিতে তাদের ভাষা জানা কর্মীদের চাহিদা থাকে। 

ফলে কারিগরি প্রশিক্ষণের সঙ্গে ভাষা-প্রশিক্ষণ দেওয়াও পরিকল্পনার অঙ্গ।

প্রশাসনিক সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই একাধিক দেশের সঙ্গে ভারতের নির্দিষ্ট চুক্তি হয়েছে। 

বাংলার সরকারের বর্তমান নীতি হল, শিল্পমহল তাদের চাহিদা জানাক, সেই মতো দক্ষ কর্মী জোগানের ব্যবস্থা করবে সরকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare