বাংলা বিভাগে ফিরে যান

পরিবহণ ক্ষেত্রে কর মকুব করলো বাংলার সরকার

নভেম্বর 21, 2021 | < 1 min read

পরিবহণ ক্ষেত্রে কর মকুব করলো বাংলার সরকার।

সব ধরনের যানবাহনের ক্ষেত্রে করে ছাড় দেওয়া হবে। আগেও এই ধরনের ছাড় দেওয়া হয়েছিলো রাজ্যের তরফে।

গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা সব কর দিয়ে দিয়েছেন, তারা এবছরে করে ছাড় পাবেন।

আবার এবছর যারা ইতিমধ্যেই কর দিয়ে দিয়েছেন, পরের বছরের কর থেকে তাদের ছাড় মিলবে।

পরিবহণ দফতরের তরফে আরও জানানো হয়েছে, বাস, ট্যাক্সি, মালবাহী গাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত গাড়ি এবং ব্যক্তিগত গাড়ি সব ক্ষেত্রেই মোটর ভেহিকলস ট্যাক্সে এবং অতিরিক্ত করে ছাড় মিলবে।

কর ছাড়ের ফলে পরিবহণ ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন অনেকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare