বাংলা বিভাগে ফিরে যান

অ্যাডিনো ভাইরাস সংক্রান্ত রাজ্য সরকারের অ্যাডভাইসরি

ফেব্রুয়ারি 28, 2023 | < 1 min read

১. ছোটদের শ্বাসকষ্ট সংক্রান্ত কোনও সমস্যার চিকিৎসায় যেন দেরি না হয়, সমস্ত হাসপাতালকে সর্বদা সক্রিয় থাকতে হবে।
২. সরকারি হাসপাতালে পেডিয়াট্রিক শ্বাসকষ্টের জন্য আলাদা ক্লিনিকের ব্যবস্থা করতে হবে ও বেসরকারি হাসপাতালে আলাদা ইমার্জেন্সির ব্যবস্থা করতে হবে।
৩.শ্বাসকষ্টের কোনও কেসই রেফার করা যাবে না। রেফার করার জন্য সুপারের অনুমতি নিতে হবে। এমন কোনও জায়গায় রেফার করা যাবে না, যেখানে বেড নেই।
৪. ভেন্টিলেশন এবং অন্যান্য পরিষেবা সর্বদা তৈরি রাখতে হবে।প্রতিদিন খোঁজ নেবেন সুপার।
৫. শ্বাসকষ্টের চিকিৎসার জন্য ইন্টার্ন ডাক্তারদের কাজে লাগাতে হবে।
৬. শ্বাসের সমস্যার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, ১৮০০৩১৩৪৪৪২২২। ২৪ ঘণ্টাই এই নম্বর সক্রিয় থাকবে।
৭. মাস্ক পরাতে হবে বাচ্চাদের। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগী ভূমিকা নিতে হবে।
৮. চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে।
৯. বিসিরায়, ন্যাশনাল মেডিক্যাল কলেজ (পার্কসার্কাস), উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজ, বাঁকুড়া সম্মিলনী– এই পাঁচটি শিশু হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।
১০. সব সরকারি ও বেসরকারি হাসপাতাল স্যানিটাইজ করতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare