বাংলা বিভাগে ফিরে যান

পথ সুরক্ষার তহবিল তৈরি করবে বাংলা সরকার

সেপ্টেম্বর 12, 2023 | < 1 min read

বিভিন্ন জরিমানার অংশ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাপ্ত সরকারি অনুদান মিলিয়েই এই তহবিল গড়া হবে। এর মাধ্যমে পথ সুরক্ষার নানা পরিকাঠামো গড়তে সুবিধা হবে বলে।

মোটর ভেহিকেলস বিভাগের দ্বারা বিভিন্ন জরিমানার ৩০ শতাংশ, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য যেসব স্পট ফাইন করা হয় তার ৩০%, এমপি ও এমএলএ তহবিলের একাংশ এবং বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও ও সাধারণ নাগরিকদের আর্থিক সাহায্য যোগ করে এই তবহিল গঠন করা হবে।

এই টাকা খরচের একটি রূপরেখা তৈরি করারও পরামর্শ দিয়েছে পথ সুরক্ষা কমিটি। রাস্তায় স্পিড ব্রেকার, আলো, কিংবা আন্ডারপাস প্রভৃতি এই তহবিল মারফত তৈরি করতে পারবে রা‌জ্য। তাছাড়া অনেক সময় নানা কর্মসূচিও নিতে হয়। তার জন্য আর বিভিন্ন দপ্তরকে জুড়তে হবে না। এই তবহিল থেকেই যাবতীয় টাকা দেবে রাজ্য।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লক্ষ্মীর সঙ্গেই আরাধনা সরস্বতীর, কিন্তু কেন এমন রীতি?
FacebookWhatsAppEmailShare
লক্ষ্মী পুজোয় ফল, সবজির দামে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়
FacebookWhatsAppEmailShare
শিয়রে ভোট, দীপাবলির আগেই বাংলায় আসছেন শাহ
FacebookWhatsAppEmailShare