খবর বিভাগে ফিরে যান

কেন্দ্রের বদলে স্বাস্থ্য মিশনের ১৩০০ কোটি দিলো বাংলা

জানুয়ারি 6, 2024 | < 1 min read

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নতুন খবর নয়। দিনের পর দিন এই নিয়ে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের বাইরে ১০০-দিনের-কাজের অপ্রাপ্ত টাকার দাবিতে ধর্ণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই কেন্দ্রীয় বিজেপি বন্ধ করে দিলো স্বাস্থ্য মিশনের টাকা। ত্রাতা হিসেবে এগিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশন খাতে প্রায় ১৬০০ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে ৬০% টাকা দেওয়ার কথা কেন্দ্রের, ৪০% রাজ্যের। কিন্তু কেন্দ্র দিয়েছে মাত্র ২৮০ কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মিটিয়েছে ১৩০০ কোটি টাকা। কেন্দ্রের দেওয়ার কথা ছিল ৯৬০ কোটি এবং রাজ্যের ৬৪০ কোটি টাকা। কেন্দ্র তিনভাগের একভাগ টাকাও দেয়নি, আর রাজ্য নির্ধারিত ব্যয়ের দ্বিগুণেরও বেশি খরচ করেছে।

ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ফ্রি মেডিসিন, অসুস্থ শিশুদের চিকিৎসায় নিকু ও পিকু তৈরি, স্বাস্থ্য শিক্ষার উন্নতিতে একের পর মেডিক্যাল কলেজ তৈরি, স্বাস্থ্যসাথী কার্ড সহ অসংখ্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেটালেন কেন্দ্রীয় প্রকল্পের টাকাও।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare