বাংলা বিভাগে ফিরে যান

রেশম চাষি ও শিল্পীদের জন্য ক্লাস্টার গড়ছে বাংলার সরকার

জানুয়ারি 31, 2022 | < 1 min read

বাংলা হল ভারতবর্ষের একমাত্র রাজ্য, যেখানে চার ধরনের রেশমই উৎপাদিত হয়।
এই মুহূর্তে বাংলায় প্রায় ১ লক্ষ ২০ হাজার রেশম চাষি ও শিল্পী এই কাজ করেন আর তাদের মধ্যে সিংহভাগই কাজ করেন অসংগঠিত ক্ষেত্রে। রেশম চাষ হয় এমন ব্লকে এই চাষি ও শিল্পীদের নিয়ে গড়া হবে ক্লাস্টার।


এই চাষি ও শিল্পীরা যাতে নিজেদের উৎপাদিত রেশম নিজেরাই বেচতে পারেন তারই ব্যবস্থা করছে রাজ্য সরকার। এই ক্লাস্টারের মাধ্যমে তাদের নিখরচায় উন্নত যন্ত্রপাতি ব্যবহার করার সুযোগ ও প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হল, এই ক্লাস্টারের মাধ্যমে সংগঠিতভাবে চাষিরা অনেকটা কাঁচামাল একসঙ্গে বিক্রি করতে পারবেন পোশাক প্রস্তুতকারকদের। এতে রেশম চাষি ও শিল্পীদের আয় দুই থেকে তিনগুণ বাড়বে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare