বাংলা বিভাগে ফিরে যান

পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই হাইকোর্টে বিরোধী শিবির

জুন 9, 2023 | < 1 min read

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্ত হয় বিরোধী শিবির।

শুক্রবার বিজেপির আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এবং কংগ্রেসের আইনজীবী কৌস্তভ বাগচী পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন।

বিজেপি এবং কংগ্রেসের তরফে জনস্বার্থ মামলা করতে চেয়ে আবেদন করা হলে তাতে অনুমতিও দেয় আদালত।

দ্রুত শুনানির আর্জি জানালে বলা হয় আজ দুপুর ১২টায় শুরু হবে শুনানি।

যে দাবিগুলি জানিয়ে বিরোধিরা আদালতে গেছেন:

১. মনোনয়নের সময়সীমাঃ মোট নির্বাচনী ক্ষেত্র দেখলে প্রতি কেন্দ্রে মনোনয়নের জন্য মাত্র ৩৯ সেকেন্ড সময় বরাদ্দ করা হয়েছে।

প্রশ্ন, এই সময়ের মধ্যে এত প্রার্থী কী ভাবে মনোনয়ন জমা দেবেন?

২. সর্বদলীয় বৈঠক না ডেকেই ঘোষণা করা হয়েছে নির্বাচন যা পূর্বে ঘটেনি।

৩. ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে প্রচুর আসনে মনোনয়ন জমা দিতে পারেননি প্রার্থীরা। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিয়ে যথাযত ব্যবস্থা নিতে হবে

৪. সুষ্ঠু এবং অবাধ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও সব বুথে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্যও আবেদনকারীরা আর্জি জানিয়েছেন বিরোধীরা

৫. জেলার নির্বাচন পরিচালনার কেন্দ্রীয় অফিস ছাড়াও অন্যত্র এই ব্যবস্থা করা হোক।

মনোনয়ন জমা দিতে সমস্যা হলে জেলা বিচারক বা রাজ্য নির্বাচন কমিশনের দফতরে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হোক

এবার অপেক্ষা কোর্টের রায়ের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ওষুধের ৫০% পর্যন্ত দাম বৃদ্ধি নিয়ে মমতা চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে
FacebookWhatsAppEmailShare
ঘূর্ণিঝড়ের দাপটে তছনছের আশঙ্কা বাংলায়? আজ থেকেই জারি সতর্কতা
FacebookWhatsAppEmailShare
ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare