বাংলা বিভাগে ফিরে যান

বাক্সে মৌমাছি পালন করে লাভের মুখ দেখছেন নদীয়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

ফেব্রুয়ারি 22, 2023 | < 1 min read

স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে বিশেষ ভূমিকা নিয়েছে বাংলা সরকার। তেমনই এক উদাহরণ নদিয়ার প্রেরণা স্বনির্ভর গোষ্ঠী।

২০১৮ সালে মাত্র ৬ টি মৌমাছির বাক্স নিয়ে মধু উৎপাদনের কাজ শুরু করে এই গোষ্ঠী। 

সময়ের সঙ্গে চাহিদা বেড়েছে। এখন সেই বাক্সর সংখ্যা বেড়ে ৫০টি বাক্সে দাঁড়িয়েছে। 

সর্ষে বা ধনে বা লিচুর খেতে ওই মৌমাছির বাক্সগুলি রেখে দেন। সেখান থেকে মৌমাছিরা ফুলের নেকটর সংগ্রহ করে মধু তৈরি করে। এরপর মহিলারা সেখান থেকে মধু সংগ্রহ করেন। 

তবে কেবল মধু নয়, মৌচাক থেকে মোমও সংগ্রহ করে বিক্রি করেন তারা। 

জেলায় রাজ্য সরকার আয়োজিত বিভিন্ন মেলায়, স্থানীয় এলাকা ছাড়াও বিভিন্ন অফিসেও বিকিকিনি ভালোই হয়। 

বর্তমানে মধুর পাশাপাশি সর্ষে, তিল, কালোজিরে ধনে, লিচু উৎপাদন করে লাভের মুখ দেখছেন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।তবে ব্যবসাকে আরও বাড়ানো তাদের লক্ষ্য।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ধেনুয়া গ্রামে এক দিনেই শেষ দুর্গাপুজো! বোধনের দিনেই বিসর্জন
FacebookWhatsAppEmailShare
রানাঘাটের এই পুজোতে নবমীতে হয় কাদা খেলা
FacebookWhatsAppEmailShare
নবমীতে অসুরদের উদ্দেশে ‘মাসভক্তবলি’ পুজো অর্পণ করা হয় সাবর্ণ রায়চৌধুরীদের পুজোয়
FacebookWhatsAppEmailShare