খেলাধুলা বিভাগে ফিরে যান

আইপিএল নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত বিসিসিআইয়ের

সেপ্টেম্বর 29, 2024 | < 1 min read

পরের আইপিএল থেকে নতুন জিনিস দেখা যেতে চলেছে। এ বার চুক্তির টাকা ছাড়াও ম্যাচ ফি পাবেন ক্রিকেটারেরা। আইপিএলের সব ম্যাচে খেললেই কোটিপতি হয়ে যেতে পারেন তাঁরা। শনিবার সমাজমাধ্যমে ঘোষণা করেছেন বোর্ডের সচিব জয় শাহ।জয় শাহের ঘোষণা অনুযায়ী, এবার থেকে ম্যাচ পিছু কোনও ক্রিকেটার সাড়ে সাত লক্ষ টাকা করে পাবেন (চুক্তির বাইরে)। ফলে তিনি যদি সব ম্যাচে খেলার সুযোগ পান তাহলে তাঁর ঝুলিতে ঢুকবে অতিরিক্ত ১.০৫ কোটি টাকা। এ জন্য প্রতিটি দলকে কোনও মরশুমে ১২.৬০ কোটি টাকা ম্যাচ ফি হিসেবে দেবে বিসিসিআই।ক্রিকেটারদের ধরে রাখা নিয়ে আটটি সিদ্ধান্ত হয়েছে শনিবারের বৈঠকে। সাত নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে, এক জন আন্তর্জাতিক ক্রিকেটারকে পুনরায় ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হবে যদি সেই ক্রিকেটার সংশ্লিষ্ট মরসুমের আগের পাঁচ বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলে থাকেন বা জাতীয় দলের অংশ না হন এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন। এই নিয়ম শুধু ভারতীয় খেলোয়াড়দের জন্যই প্রযোজ্য।সমাজমাধ্যমে জয় শাহ লিখেছেন, “আইপিএলে ধারাবাহিকতা উদ্‌যাপন করতে এবং অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানাতে ঐতিহাসিক উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ম্যাচ পিছু ৭.৫ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পেরে আমি উত্তেজিত! একজন ক্রিকেটার লিগের প্রতিটি ম্যাচে খেললে চুক্তির উপরে ১.০৫ কোটি টাকা পাবেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এই খাতে ১২.৬০ লাখ টাকা অনুমোদন করবে। আইপিএলের ক্রিকেটারদের জন্য একটা নতুন যুগ শুরু হতে চলেছে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ়ের দল ঘোষিত
FacebookWhatsAppEmailShare
ঋষভ পন্থের মতন ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে তরুণ ভারতীয় ক্রিকেটার
FacebookWhatsAppEmailShare
কেকেআরের নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভো
FacebookWhatsAppEmailShare