বাংলা বিভাগে ফিরে যান

নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়

অক্টোবর 8, 2024 | < 1 min read

নবমীতে দেবী দুর্গাকে আগমনী গান শোনানো হয় বরাকরের মুখোপাধ্যায় পরিবারে। নবমীর সারারাত মা’কে জাগিয়ে রাখা হয় গান শুনিয়ে। অন্যথা হলেই ঘটেছে বিপদ। 329 বছর ধরে বরাকরের মুখোপাধ্যায় পরিবারে দুর্গাপুজো হয়ে আসছে বলে জানালেন পরিবারের সপ্তম পুরুষ কানাইলাল মুখোপাধ্যায়। এক সময় কাশেম বাজার রাজার এস্টেটের নায়েবিয়ানা করতে বরাকরে এসেছিল এই মুখোপাধ্যায় পরিবার। উদ্দেশ্য ছিল রাজার দেবতাদের সেবা করা । বরাকরে মুখোপাধ্যায় পরিবারে রয়েছে প্রাচীন শিবমূর্তি ৷

বহু বছর ধরে রয়েছে লক্ষ্মীনারায়ণ জিউয়ের শালগ্রাম শিলা। দৈনিক অন্নভোগ হয় গোপালের। যদিও দুর্গাপুজো শুরু করেছিলেন মুখোপাধ্যায় পরিবারের সদস্যরাই।নবমীর সারারাত ধরে দেবী দুর্গাকে গান শুনিয়ে জাগিয়ে রাখার নিয়ম মুখোপাধ্যায় পরিবারে । রয়েছে পারিবারিক নাট মঞ্চ। সেখানেই পরিবারের লোকেরা, পাড়া প্রতিবেশীরা সবাই গান, নাচ ক’রে দেবী দুর্গাকে জাগিয়ে রাখেন। সন্ধের থেকে সাধারণ গান, আধুনিক গান হলেও বিজয়া দশমীর ভোরবেলা হয়ে আসতেই মাকে আগমনী গান শোনানো হয়। বিদায় বেলাতেও যেন আগমনের সুর বেজে ওঠে বরাকরের মুখোপাধ্যায় পরিবারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ফ্ল্যাট বুকিংয়ের সমস্যা মেটাতে বিধির সংশোধনী আনছে রাজ্য
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রীয় বঞ্চনা সারের জোগানেও, বিকল্প ভাবনা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
আজ আরজি কর মামলার শুনানি
FacebookWhatsAppEmailShare