পদ্মশ্রী ফিরিয়ে দেবেন বজরং পুনিয়া: চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে
বিজেপি সাংসদ, প্রাক্তণ ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান এবং মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানিতে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের নিকটস্থ সঞ্জয় সিংকে কুস্তি ফেডারেশনের সভাপতি করার প্রতিবাদে নিজের পদ্মশ্রী ফিরিয়ে দেবেন বলে জানালেন অলিম্পিকে পদকজয়ী ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া। এই বিষয়ে তিনি খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
নিজের এক্স হ্যান্ডেলে কুস্তিগীর লিখেছেন, “আমি আমার পদ্মশ্রী পুরষ্কার ফিরিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রীকে। এই আমার চিঠি। এটাই আমার বক্তব্য।”
বৃহস্পতিবার সঞ্জয় সিং ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান নির্বাচিত হন প্যানেলে ১৫টির মধ্যে ১৩টি পোস্টের নির্বাচনে জয়লাভ করার পর। এরপরেই কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া একটি সাংবাদিক সম্মেলন করেন, যেখানে সাক্ষী প্রতিবাদস্বরূপ কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করেন।