দেশ বিভাগে ফিরে যান

নবরাত্রিতে আমিষ বিক্রি নিষিদ্ধ যোগীর রামরাজ্য অযোধ্যায়

অক্টোবর 3, 2024 | < 1 min read

নবরাত্রি উপলক্ষ্যে ফের ফতোয়া জারি হল উত্তরপ্রদেশে। রামজন্মভূমি অযোধ্যায় নবরাত্রি চলাকালীন কোনও মাছ বা মাংস বিক্রি করা যাবে না। ৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি। নবরাত্রির দিনগুলিতে মাছ, মাংস বিক্রি, বিতরণ ও কোনওরকমের মাংসের খাদ্যদ্রব্য প্রস্তুত, বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে অযোধ্যা জেলা প্রশাসন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। নোটিশে জেলার ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানিয়েছেন, আসন্ন নবরাত্রি উৎসব উপলক্ষ্যে মাছ, পাঁঠা, খাসি, মুরগি, গোরুর মাংসের দোকানগুলি ৩-১১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

যে হোটেল-রেস্তরাঁগুলিতে আমিষ খাবার বিক্রি হয়, এই নির্দেশ তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নির্দেশে একটি ফোন নম্বর দিয়ে বলা হয়েছে, নবরাত্রি চলাকালীন যদি কোনও ব্যক্তি এই বিধিভঙ্গের খবর পান বা দেখতে পান তাহলে যেন ফুড সেফটি দপ্তরকে জানানো হয়। নির্দেশে আরও বলা আছে যে, প্রশাসনের এই বিজ্ঞপ্তি লঙ্ঘন করলে তাঁর ও তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুসারে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে সরকার।অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার সময়েও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছিল জেলা প্রশাসন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare
অলিম্পিকের সময়ে মোদির ফোন না ধরা নিয়ে বিস্ফোরক ভিনেশ
FacebookWhatsAppEmailShare
হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি করে খুন, দিল্লির ঘটনায় চাঞ্চল্য
FacebookWhatsAppEmailShare