রাজনীতি বিভাগে ফিরে যান

ভোট মিটতেই সমাজমাধ্যম থেকে ‘মোদী কা পরিবার’ লেখা মুছে ফেলার বার্তা নরেন্দ্র মোদীর

জুন 12, 2024 | < 1 min read

সমাজ মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের অ্যাকাউন্টের বায়ো থেকে ‘মোদি কা পরিবার’ লেখা সরিয়ে নেওয়ার আর্জি জানালেন খোদ প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে মোদি লেখেন ‘আমাদের সকলের এক পরিবার হওয়ার বার্তা কার্যকরী হয়েছে। আমি আবারও ভারতের জনগণকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ করব যে আপনি এখন আপনার সামাজমাধ্যম থেকে ‘মোদি কা পরিবার’ মুছে ফেলতে পারেন।

তবে পরিচিতির পরিবর্তন হলেও ভারতের অগ্রগতির জন্য সক্রিয় অভিন্ন পরিবার হিসাবে আমাদের বন্ধন দৃঢ় এবং অটুট থাকবে’। এবারের নির্বাচনে এককভাবে মোদিকে তুলে ধরেই প্রচার চালিয়েছে বিজেপি।ব্যক্তি মোদি কে কেন্দ্র করে এই বিপুল প্রচার জনমানসে তেমন ছাপ ফেলতে পারেনি বলেই মত রাজনীতির বিশেষজ্ঞদের। ব্যক্তিকেন্দ্রীক প্রচার এনডিএর ভেতরে সমন্বয়ের সুর কাটতে পারে বলে কর্মী সমর্থকদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ‘মোদি কা পরিবার’ শব্দবন্ধটি সরিয়ে দিতে বলে থাকতে পারেন প্রধানমন্ত্রী।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare