কলকাতা বিভাগে ফিরে যান

এবার এই ৭টি পুরস্কার জেতা পুজো অবশ্যই ঘুরে দেখুন, রইলো তালিকা

অক্টোবর 22, 2023 | < 1 min read

মা এসে গেছেন, আর সেই আগমনে মাতোয়ারা মহানগরী। মহালয়া থেকেই শহরের রাস্তায় জনজোয়ার। মণ্ডপে ঠাকুর দেখার ভিড়।

আর পুজো মানেই অভিনব ভাবনা, অভিনব থিমের লড়াই। সেই লড়াইয়ে এবার সেরা পুজোগুলি পেল এশিয়ান পেইন্টস শারদ সম্মান ।

এশিয়ান পেইন্টস শারদ সম্মান দেওয়া হয় কলকাতার দুর্গা পুজোগুলিকে তাদের শিল্প কৃতিত্বের ওপর নির্ভর করে। এটি কলকাতার প্রাচীনতম ও সবচেয়ে ঐতিহ্যপূর্ণ পুরস্কার। ১৯৮৫ সাল থেকে এই “এশিয়ান পেইন্টস শারদ সম্মান” প্রদান শুরু হয়। মণ্ডপের সৃজনশীলতায় ফুটে ওঠে নানা ঐতিহ্য ও সংস্কৃতি। আর সেই শিল্প সেই সৃজনশীলতাকেই বছরে পর বছর কুর্নিশ জানায় এই এশিয়ান পেইন্টস শারদ সম্মান। পর্দার অন্তরালে থেকে যারা এই অবস্মরণীয় সৃষ্টির জন্ম দেয় তাদের বছরের পর বছর সম্মানিত করে আসছে এই পুরস্কার।

https://sharadshamman.asianpaints.com/winners.htm

এবছর মোট ৭টি পুজো এই সম্মান পেয়েছে। রইলো তালিকা:

শ্রেষ্ঠ পুজো:

১. অর্জুনপুর আমরা সবাই ক্লাব: শিল্পী ভবতোষ সুতার – বাগুইহাটি অঞ্চলের এই পুজো ২০২১ সালেও এই পুরস্কার পেয়েছিলো। এবারের থিম: গণদেবতা।

২. দমদম তরুণ দল: শিল্পী প্রদীপ দাস। এবারের থিম: কালবেলা।

৩. হাতিবাগান নবীন পল্লী: শিল্পী অনির্বাণ দাস। এবারের থিম: আবোল তাবোল।

৪. পূর্বাচল শক্তি সংঘ: শিল্পী পার্থ দাশগুপ্ত। এবারের থিম: সর্বজনের দুর্গাপুজো।

৫. টালা প্রত্যয়: শিল্পী সুশান্ত পাল। এবারের থিম: কহন।

শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী:

চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি: শিল্পী দেবাশিস বারুই। এবারের থিম: অনুভূতি।

বছরের বিস্ময়:

দক্ষিণদারী যুবক: শিল্পী অনির্বাণ দাস। এবারের থিম: যাপন কথা।

তাহলে আর দেরি না করে, প্রিয়জনকে সাথে নিয়ে শীঘ্রই দেখে ফেলুন এই সেরা পুজোগুলো।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লালবাজারে কর্তাদের ডিপিতে ‘সত্যমেব জয়তে’
FacebookWhatsAppEmailShare
চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত
FacebookWhatsAppEmailShare
পুজোর সময় মিছিল নিয়ে বিরক্ত শহরবাসী
FacebookWhatsAppEmailShare