দেশ বিভাগে ফিরে যান

‘আইবি’, ‘র’ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মুসলিম আইপিএসদের?

জুলাই 27, 2023 | < 1 min read

Image – Siasat.com

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘আইবি’ (ইন্টেলিজেন্স ব্যুরো) এবং ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইং) থেকে বেছে বেছে মুসলিম আইপিএস অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় মোদী সরকারকে বিঁধলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের সুপ্রিমো ও হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। সংসদের বাদল অধিবেশনেও ওয়াইসি দাবি করেন যে মোদী সরকার সামঞ্জস্যপূর্ণভাবে সংখ্যালঘু বিচারপতি নিয়োগ করছেনা।

তিনি দাবি করেন যে পূর্ববর্তী সরকারের আমলেও অনেক মুসলিম সম্প্রদায়ের আধিকারিকদের এইসব সংস্থার উচ্চপদে নিয়োজিত থাকলেও বর্তমান সরকারের আমলে একের পর এক মুসলিম আইপিএস, আমলাকে একে-একে সরিয়ে দিচ্ছে মোদী সরকার।

আসিফ ইব্রাহিম আইবির ডিরেক্টর ছিলেন। আইপিএস রফিউল আলমও এজেন্সির উচ্চ পদে আসীন ছিলেন। আইপিএস এসএ রিজভীকে কেন্দ্র আইবির উচ্চপদে বসানোর অনুমোদন দিয়েছিল। কিন্তু আচমকা তাঁকে বদলি করে দেওয়া হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare