রাজনীতি বিভাগে ফিরে যান

নওশাদের প্রার্থী না হওয়ায় অন্য ইঙ্গিত মিলছে

এপ্রিল 6, 2024 | < 1 min read

কয়েকদিন আগে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্র্রতি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন আইএসএফ নেতা নওশাদ। কিন্তু শেষ পর্যন্ত আইএসএফ নেতৃত্ব তাঁকে প্রার্থী হওয়ার অনুমতি দেয়নি।

শেষ পর্যন্ত নওশাদ প্রার্থী না হওয়া বিজেপির ‘কৌশল’ও ধাক্কা খেতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই সিদ্ধান্তকে কে সেটিং বলছে বিজেপি। যদিও নওশাদ পাল্টা জানিয়েছেন, স্বতন্ত্র দল হিসেবে তারা যা করার, করেছেন। কারও কাছে ‘বিক্রি’ হননি। সমঝোতার বাইরে গিয়ে নিজেদের মতো প্রার্থী দিয়ে দেওয়ায় আইএসএফের উদ্দেশে তোপ দাগতে ছাড়েনি বামফ্রন্ট ও কংগ্রেস। কাদের ‘সুবিধা’ করতে সরে গেলেন নওশাদ এই প্রশ্নও উঠছে।

উল্লেখ্য, বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোটের আলোচনাতে বারবরই আইএসএফ নেতৃত্ব ডায়মন্ড হারবার আসনটির দাবি জানিয়ে আসছিলেন। বাম-কংগ্রেস নেতৃত্ব জানিয়েছিলেন, নওশাদ প্রার্থী হতে চাইলে তাঁদের আপত্তি নেই। তাহলে সব কিছু উপেক্ষা করে কেন এই সিদ্ধান্ত? যা নিয়ে বেশ ক্ষুব্ধ বাম কংগ্রেস।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare