‘ভোট কাটুয়া’ আপ ইন্ডিয়া জোটের পক্ষে প্রচার করবে মহারাষ্ট্রে ও ঝাড়খণ্ডে
সদ্যসমাপ্ত হরিয়ানা ও কাশ্মীরেও বিধানসভা নির্বাচনে লড়াই করেছে আপ আদমি পার্টি। আর তাতে ক্ষতি হয়েছে ইন্ডিয়া জোটের। এমনকী ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস সরাসরি হরিয়ানায় হারের জন্য আপকে দায়ী করেছে। ভোট কাটুয়া বলে তোপও দেগেছে। তবে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ীর সমর্থনে প্রচার করবেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এমনটাই জানিয়েছেন আপ নেতা সঞ্জয় সিং।আপের দাবি অনুযায়ী, শরদ পওয়ার এবং উদ্ধব ঠাকরে দুজনেই কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছেন।
তাঁদের আহ্বানে মহারাষ্ট্রে প্রচারেও যাবেন কেজরিওয়াল। মহানিকাশ আঘাড়ী’র তিন শরিক কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি। এই তিন দলের হয়েই প্রচার করবেন কেজরিওয়াল। শুধু মহারাষ্ট্র নয়, ঝাড়খণ্ডেও প্রচারে যাবেন তিনি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেনের সমর্থনে প্রচারসভা করতে পারেন তিনি। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮ আসনে হবে নির্বাচন। তবে ঝাড়খণ্ডে ভোটগ্রহণ হবে দু’দফায়। ১৩ এবং ২০ নভেম্বর।হরিয়ানা আর কাশ্মীরের পর এই দুই রাজ্যেও প্রার্থী দিয়ে কোনও সাফল্য না পেলে দিল্লির ভোটের আগে নেতিবাচক বার্তা যাবে। সেটা চাইছেন না কেজরিওয়াল। আর জোট শরিকদের হয়ে প্রচারে গেলে ইন্ডিয়া জোটেও গ্রহণযোগ্যতা বাড়বে কেজরিওয়ালের।