রাজনীতি বিভাগে ফিরে যান

তৃতীয়বার মোদি ক্ষমতায় এলেই ‘মমতা দিদির জেল হবে’: অরবিন্দ কেজরিওয়াল

মে 12, 2024 | < 1 min read

মিথ্যা অভিযোগের ভিত্তিতে জেলে পোরা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী এবং সোচ্ছার বিরোধী কন্ঠ অরবিন্দ কেজিওয়ালকে। অন্তর্বর্তী জামিন পেয়ে দলের হয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করেছেন জোর কদমে। শনিবার সাংবাদিকদের কাছে দিল্লি মুখ্যমন্ত্রী দাবি করলেন, তৃতীয়বার মোদি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরবেন। শুধু তাই নয়, বেছে বেছে বিরোধী দলের জনপ্রিয় সব নেতাকে জেলে পুরে দেওয়া হবে।

অন্তর্বতীকালীন জামিন পাওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল শনিবার এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ‘এবার জিতে ফিরলেই বিরোধী শিবিরের সমস্ত নেতাদের তিনি (মোদি) জেলে ভরবেন। আবার নিজের দলের নেতাদেরও মুছে ফেলবেন।’

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘মণীশ সিসৌদিয়া, সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈনকে জেলে পুরেছেন, হেমন্ত সোরেনকে জেলে পুরেছেন, মমতাদিদির মন্ত্রীদের জেলে পুরেছেন, এমকে স্ট্যালিনের মন্ত্রীদেরও জেলে পুরেছেন। এখন কেরলের মুখ্যমন্ত্রীর পিছনে পড়ছেন।’ তাঁর দাবি, ‘এবার যদি নির্বাচনে জেতেন (মোদি) আমি লিখে দিচ্ছি আগামী দিনে মমতাদি জেলে থাকবেন, তেজস্বী যাদব, এমকে স্ট্যালিন, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে জেলে থাকবেন।’

একথা শুনে ‘আনন্দিত’ শুভেন্দু অধিকারী। বলছেন, “কেজরিওয়াল বলছে মোদি প্রধানমন্ত্রী হলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। ওঁর মুখে ফুল চন্দন পড়ুক।”

রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, এতেই পরিষ্কার, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কাজ করছে মোদির তদন্তকারী ব্রিগেড।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নরেন্দ্র মোদির বাংলা সম্পর্কে বক্তব্য মুছে দেওয়ার দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান এবং মহাসচিবকে চিঠি দিল তৃণমূল
FacebookWhatsAppEmailShare
শুক্রে সায়ন্তিকা- রেয়াতের শপথ নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন
FacebookWhatsAppEmailShare
মণিপুর নিয়ে মৌনব্রত ভাঙলেন মোদী
FacebookWhatsAppEmailShare