নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: রাষ্ট্রপতির সময় চাইল তৃণমূল
২০০৯ সালে দুটি সোনার দোকানে চুরি-ডাকাতির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত। সেই বিষয় নিয়েই এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের সময় চাইলো তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল।
লোকসভা ও রাজ্যসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে দলের সাত সাংসদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। স্বভাবতই নিশীথের গ্রেফতারি দাবি করবেন জোড়াফুল সাংসদরা। প্রতিমন্ত্রী ও সাংসদ পদ থেকেও নিশীথের পদত্যাগ দাবি করতে পারেন তাঁরা।
২০০৯ সালে আলিপুরদুয়ার থানায় দুটি কেস হয় নিশীথ ও আরো কয়েকজনের বিরুদ্ধে। তখন তিনি তৃণমূলেও ছিলেন না।মূল অভিযোগ, সোনার দোকানে ঢুকে গয়না চুরি করেন নিশীথ অ্যান্ড কোম্পানি। নিশীথ সাংসদ হওয়ার পর মামলা দুটি বারাসাত আদালতে চলে এলেও আবার তা ফিরে যায় আলিপুরদুয়ার আদালতে। এবার গ্রেফতারি পরোয়ানা।