বিনোদন বিভাগে ফিরে যান

কলকাতায় বাতিল অরিজিৎ সিংয়ের কনসার্ট

ডিসেম্বর 30, 2022 | < 1 min read

এই মুহূর্তে বঙ্গ রাজনীতির মূল আলোচ্য বিষয় অরিজিৎ সিং। 

১৮ ফ্রেরুয়ারি ইকো পার্কে শো করার কথা ছিল গায়কের। আড়াই হাজার, এমনকী পাঁচ হাজারের বেশিরভাগ টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল। 

কিন্তু কনসার্ট বাতিল করে দিয়েছে হিডকো। কারণ হিসেবে সরকার জানিয়েছে, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জি-২০ ইভেন্টের জন্য সলমন খান কিংবা অরিজিৎ সিং কারোর প্রোগ্রামই করা যাবে না।  

ইকো পার্ক এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ঠিক বিপরীতে, তাই এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করতে যথেষ্ট সমস্যা রয়েছে।

সরকারের তরফে ও জানানো হয়েছে, পুলিশ পারমিশন বা হিডকো তরফে কিছু জানানো হয়নি, তা সত্ত্বেও তারা প্রোগ্রামের জন্য কীভাবে অনুমতি পেলেন জানা যায়নি। 

তবে এই সুযোগে বিজেপি অবশ্য অন্য সুর গাইছে। 

তাদের দাবি চলচ্চিত্র উৎসবে  রং দে তু মোহে গেরুয়া গান গাওয়ার কারণেই নাকি অরিজিতের মতো জনপ্রিয় শিল্পী কলকাতায় অনুষ্ঠান করার সুযোগ পেলেন না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘আমার মেয়েকে কে ফেরাবে?’, আরজি কর আবেগকে ব্যবহার করে সিনেমার ‘প্রচার’!
FacebookWhatsAppEmailShare
হেমা কমিশনের আদলে এবার টলিউডে আত্মশ্রী
FacebookWhatsAppEmailShare
কে কাকে ‘টেক্কা’ দেবে? দেব না রুক্ষ্মিণী
FacebookWhatsAppEmailShare