বিয়ে ভাঙলো এআর রহমানের, ২৯ বছরের দাম্পত্যে ইতি
নভেম্বর 21, 2024 < 1 min read
স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হবে প্রবাদপ্রতিম সংগীত পরিচালক আল্লা রাখা বা এআর রহমানের। ২৯ বছর ধরে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন অস্কারজয়ী শিল্পী এবং তাঁর স্ত্রী। সামাজিক মাধ্যমে পোস্ট করে এই খবর জানিয়েছেন রহমান।
সম্বন্ধ করে, ১৯৯৫ সালে বিয়ে হয় সায়রা ও রহমানের। তিন সন্তান – খাতিজা, রহমান ও আমিন -এর জন্ম দেন তাঁরা যার মধ্যে ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে খাতিজার। যৌথ স্টেটমেন্টে বিচ্ছেদের কারণ হিসেবে কিছু দর্শাননি তাঁরা। শুধু জানিয়েছেন, বিয়ের ৩০ বছর নিয়ে তাঁদের অনেক প্রত্যাশা থাকলেও তা আর পূরণ হবেনা।
“আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছে যাব এই আশা ছিল। কিন্তু নিয়তির যে অন্য ভাবনা ছিল আর তা আগে থেকে আঁচ করা যায়নি। ভাঙা মনের ভারে ঈশ্বরের আসনও তো টলে যায়। তবুও এই ছিন্নভিন্ন সম্পর্কে আমরা মানে খুঁজতে থাকি। যদিও এই ভাঙা টুকরো গুলো আবার আগের মতো জোড়া লাগানো সম্ভব নয়। জীবনের এই ভঙ্গুর অধ্যায়ে আমাদের প্রাইভেসিকে সম্মান করার জন্য় আর মহানুভবতার জন্য বন্ধুদের ধন্যবাদ জানাই।”, বিবৃতিতে জানিয়েছেন রহমান।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -3 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -3 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...3 days ago