স্বাস্থ্য বিভাগে ফিরে যান

৬০% ক্ষেত্রেই কাজ করছেনা সাধারণ আ্যান্টিবায়োটিক

ডিসেম্বর 3, 2022 | < 1 min read

সাধারণ আ্যান্টিবায়োটিকের কার্যকারিতায় সন্দেহ ছিলই। পরখ করতে গিয়ে স্বাস্থ্যকর্তারা দেখলেন, প্রায় ৬০% রোগীর ক্ষেত্রেই কড়া আ্যান্টিবায়োটিক ব্যবহার না-করা পর্যন্ত রাশ টানা যাচ্ছে না সংক্রমণে।

মাস দেড়েক আগে স্বাস্থ্য দপ্তর একটি এএমআর রিপোর্টিং সফটওয়্যার চালু করেছে। সেই পোর্টালে বিভিন্ন মেডিক্যাল কলেজ-সহ মোট ২৩টি সরকারি হাসপাতালের প্রায় ২৫০০ নমুনার তথ্য জমা হয়েছে।

সেটি বিশ্লেষণ করতে গিয়েই এক্সপার্ট কমিটির সদস্যরা দেখেছেন এমন ভয়াবহ আ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ছবি।বিশেষজ্ঞদের মতে, কথায় কথায় মুড়ি-মুড়কির মতো আ্যান্টিবায়োটিক খাওয়া এবং আ্যান্টিবায়োটিকের কোর্স ঠিক মতন শেষ না-করাতেই এই হাল!

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অনশন প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে আসার ডাক মুখ্যসচিবের
FacebookWhatsAppEmailShare
‘পরিবার থেকে এভাবে সরানো যায় না’ স্বাস্থ্য সচিবের অপসারণ নিয়ে ডাক্তারদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
FacebookWhatsAppEmailShare
হাসপাতালগুলিতে কাজ শেষের সময়সীমা বেঁধে দিল নবান্ন
FacebookWhatsAppEmailShare