দেশ বিভাগে ফিরে যান

২০২৪-এর আগে মোদী বিরোধী মুখ কে হবেন

মার্চ 21, 2022 | < 1 min read

২০২৪-এর আগে মোদী বিরোধী মুখে হয়ে ওঠার লড়াই ক্রমেই বাড়ছে। একের পর এক আঞ্চলিক দলের সুপ্রিমো নেমে পড়েছেন বিরোধী ঐক্যের নেতা হওয়ার দৌড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ থেকেই মোদী বিরোধী প্রধান মুখ হয়ে উঠতে রাহুল গান্ধীর সঙ্গে যুদ্ধে নেমেছিলেন। সেই যুদ্ধ এখনও জারি রযেছে। এরই মাঝে পারফরম্যান্স দেখিয়ে উঠে এসেছেন কেজরিওয়াল।


আর তারপরই ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন কেসিআরও। তবে বিজেপিকে হারাতে প্রয়োজন ঐক্যের আর সেখানেই এখনও ছন্নছাড়া অবস্থায় রয়েছেন বিরোধীরা। বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে সম্মিলিত করার জন্য সবাই নিজের মতো চেষ্টা করে চলেছেন।


কংগ্রেসকে বাইরে রেখেই তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে সকলে। তবে, বিরোধী ঐক্যের মুখ কে হয় রাজ্য রাজনীতি এখন সেদিকেই তাকিয়ে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare