রাজনীতি বিভাগে ফিরে যান

মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে কবে বিধানসভা ভোট? বাংলার কেন্দ্রেও ঘোষণা উপনির্বাচনের দিনক্ষণ!

অক্টোবর 15, 2024 | < 1 min read

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ এক দফাতেই মহারাষ্ট্রের ২৮৮টি আসনে ভোট গ্রহণ৷ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এ দিন দিনক্ষণ ঘোষণা করেছেন৷ নির্বাচনের ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর৷মহারাষ্ট্রের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ নভেম্বর৷ মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন সংখ্যা ২৮৮৷ অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভার আসন সংখ্যা ৮১৷ গত পাঁচ বছরে মহারাষ্ট্র চরম রাজনৈতিক টানাপোড়েনের সাক্ষী থেকেছে৷ মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি-র মহাজোট সরকারের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি-র নতুন জোট সরকার৷ ভাঙন ধরেছে শিবসেনা এবং এনসিপি-তে৷ ঝাড়খণ্ডে দুই দফায় হবে ভোট। ১৩ এবং ২০ নভেম্বর ভোটগ্রহণ হবে সেখানে। ২৩ নভেম্বর গণনা।

দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় সব বুথে চলবে ভিডিয়োগ্রাফি। সিভিজিলে অভিযোগ জমা করার সুযোগ থাকবে। ১৩ নভেম্বর হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন বিধানসভা ও লোকসভা কেন্দ্রে উপনির্বাচন।২০ নভেম্বর মহারাষ্ট্রের নানদেদ লোকসভা আসনে হবে উপ নির্বাচন।আবার ১৩ নভেম্বর কেরলের ওয়েনাড় লোকসভা আসনে হবে উপ নির্বাচন। দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানিয়েছেন বিধানসভা নির্বাচন হবে অবাধ এবং স্বচ্ছ। এই নিয়ে কর্মী, আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পানীয়, নগদ বিলির উপর কড়া নজর রাখা হবে। সীমানায় চলবে কড়া নজরদারি। তবে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, তা দেখা হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কানাডার বিরুদ্ধে কড়া ব্যবস্থা ভারতের, বহিষ্কার করা হল দিল্লির কানাডা হাই কমিশনের ছ’জন কূটনীতিককে
FacebookWhatsAppEmailShare
সিপিএমের ‘পথে’ বিজেপি? ডাক্তারদের পাশে থাকতে চান সুকান্তেরা
FacebookWhatsAppEmailShare
রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীকে ‘হেনস্থা’! অনন্ত মহারাজের শাস্তির দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের
FacebookWhatsAppEmailShare