দেশ বিভাগে ফিরে যান

অমিত শাহের ছবি দেওয়া টি-শার্ট বাজারে

সেপ্টেম্বর 2, 2022 | < 1 min read

দেশের সবচেয়ে বড় ‘পাপ্পু’ এখন অমিত শাহ। এতদিন যদিও এই নামে পরিচিত ছিলেন রাহুল গান্ধী।

উল্লেখ্য, গতকাল ইডির জেরার পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অমিত শাহর অসংখ্য ব্যর্থতার কারণেই তিনি দেশের সবচেয়ে বড় পাপ্পু’। অন্য মানুষকে এই নামে ডাকার বদলে ওনার উচিত নিজের ছেলেকে দেশপ্রেম শেখানো আর নিজের কাজে মন দেওয়া।


মজার বিষয় এই মন্তব্যের পড়ি ভাইরাল হয় একটি টি-শার্ট। সাদা রঙের একটি টি – শার্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি। তার নীচে লাল কালিতে লেখা ‘ইন্ডিয়া’স বিগেস্ট। তার নীচে গাঢ় নীল রঙে লেখা PAPPU।

সূত্রের খবর, এই নিয়ে ৩৬০ ডিগ্রি প্রচার চালাবে তৃণমূল। গতকাল তৃণমূলের জেনারেল সেক্রেটারির মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই টি-শার্ট। সোশ্যাল মিডিয়ায় ‘ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু’ (Indias Biggest Pappu) পোস্ট দিতে শুরু করেছেন অনেকেই। শোনা যাচ্ছে, পুজোর মধ্যে ওই বিশেষ টি-শার্ট পরে ঘুরবেন তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা।

সূত্রের খবর, ইতিমধ্যেই ৩০০ টি – শার্ট প্রিন্ট হয়ে গেছে। আরও ৫০০০ প্রিন্টের অর্ডারও এসেছে।

আপনিও যদি এই টি শার্ট প্রিন্ট করতে চান তাহলে নীচের লিংকে ক্লিক করুন

http://we.tl/t-DU4WJ4tH5C




FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১২৫ কোটি টাকার কতটা ঢুকল রোহিত-বিরাটদের অ্যাকাউন্টে?
FacebookWhatsAppEmailShare
১০ বছর পরে ইপিএফের মাসিক বেতনের ঊর্ধ্বসীমা কি বাড়াচ্ছে কেন্দ্র?
FacebookWhatsAppEmailShare
আগামী সপ্তাহ থেকে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং শুরু
FacebookWhatsAppEmailShare