নববর্ষে বঙ্গ সফরে অমিত শাহ
এপ্রিল 6, 2025 < 1 min read

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৪-১৫ এপ্রিল পশ্চিমবঙ্গ সফর করবেন। শুধু কলকাতায় বৈঠক করবেন নাকি জেলা সফরে যাবেন সেই কর্মসূচি এখনো জানানো হয়নি।সূত্র অনুযায়ী, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় দলের কর্মকর্তা ও কর্মীদের সাথে দেখা করবেন এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করবেন। দুদিনের এই বঙ্গ সফরে তার একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর।
সম্প্রতি লোকসভায় প্রশ্ন উত্তর পর্বে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, উনি নিজের বুকে হাত ঠুকে বলতে পারবেন, আগামী বিধানসভা নির্বাচনে ওনার দল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবেন?সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসিতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষককর্মীর চাকরি গিয়েছে। এছাড়াও বাংলায় হিন্দুত্ববাদের জোরালো প্রচার চালাচ্ছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।
ফলে একাধিক হাতেগরম ইস্যু নিয়ে অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে রূপরেখা তৈরি করবেন। এর আগে গত ২৯ মার্চ অমিত শাহের বাংলায় আসার কথা ছিল। কিন্তু তার কিছুদিন আগেই জানানো হয়, ওই সফর আপাতত স্থগিত হয়েছে। ওই দিন তিনি বাংলায় আসছেন না। কিন্তু কেন তিনি আসবেন না? সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, ৩১ মার্চ খুশির ইদ।




3 days ago
3 days ago
3 days ago
3 days ago
3 days ago
দিল্লী-মহারাষ্ট্রে ভোটার কারচুপি? | Voter list SCAM led to BJP's win in Delhi & Maharashtra? | BJP
#BJP #AAP #BharatiyaJanataParty #AamAadmiParty #Delhi #Maharastra #Elections #NarendraModi #ArvindKejriwal #VoterList #ElectionCommission #NewszNow
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow
রাজ্য সভাপতির পদ নিয়ে শুভেন্দু-সুকান্তর খেয়োখেয়ি
#BJP #Bengal #SuvenduAdhikari #NewszNow
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮
#Stampede #KumbhMela #Delhi #NewszNow #NewszNow