রাজনীতি বিভাগে ফিরে যান

রবিবার আসছেন অমিত শাহ, দেখা হবে কি আরজি করের নির্যাতিতার মা – বাবার সঙ্গে?

অক্টোবর 24, 2024 | < 1 min read

বাতিল হচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর। ২৪ তারিখের বদলে রবিবার ২৭ তারিখ রাজ্যে আসছেন তিনি। আগামী মাসে রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপ-নির্বাচন ৷ তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বঙ্গ সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ ঠিক ছিল আগামিকাল অর্থাৎ ২৪ অক্টোবর তিনি বাংলায় পা রাখবেন ৷ দলের সভায় যোগ দেওয়ার পাশাপাশি সরকারি অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা ছিল তাঁর। পাশাপাশি এই সফরে তাঁর সঙ্গে আরজি করে নির্যাতিতার পরিবারের দেখা হয় কিনা সেদিকে সকলের নজর থাকবে।এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’র ঘনীভূত হওয়ার জেরে একেবারে শেষ লগ্নে বাতিল হয় শাহের বঙ্গ সফর ৷ তবে এবার জানা গেল দু’দিন বাদেই বাংলায় আসছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ অক্টোবর অর্থাৎ এই সপ্তাহান্তেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ ২৭ তারিখ, রবিবার সকাল ১১ নাগাদ রাজ্যে আসছেন তিনি ৷ এরপর রয়েছে ঠাসা কর্মসূচি ৷ তাঁর আগের যে কর্মসূচিগুলি ছিল সেগুলিই থাকছে নাকি কোনও পরিবর্তন আসবে তা এখনও জানা যায়নি ৷ তবে এটা বলাই যায় যে, তিনি একগুচ্ছ প্রশাসনিক বৈঠক এবং সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতেই বঙ্গ-সফরে আসছেন ৷ প্রসঙ্গত তাঁর 24 অক্টোবরের কর্মসূচি অনুসারে রাজ্যে এসে প্রথমে কল্যাণী এবং তারপর আরামবাগে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ৷ তারপর সল্টলেকে ইজেডসিসিতে রাজ্য ও জেলা স্তরের নেতাদের নিয়ে একটি বৈঠক করার কথা ছিল শাহের ৷

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার কাছে তৃণমূলে সম্ভাব্য রদবদলের রিপোর্ট পেশ অভিষেকের
FacebookWhatsAppEmailShare
আরজি কর মামলায় শুভেন্দুর দাবিকে চপেটাঘাত প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
আমেরিকায় পালাবদলে উদ্বেগ ইউনুসের, আবার কি জেগে উঠবে বাংলাদেশের আওয়ামী লিগ?
FacebookWhatsAppEmailShare