বাজেটে দেশের অর্থনীতিকে দিশা দেখাতে ব্যর্থ কেন্দ্র, কটাক্ষ অমিত মিত্রের
মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রীর তথা অর্থ দপ্তরের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। অমিত মিত্র এদিন বলেন, সিএমআইই’র রিপোর্টেই দেখা যাচ্ছে, সাম্প্রতিক কালের মধ্যে দেশে বেকারত্বের হার সর্বাধিক প্রায় ৯.১৮ শতাংশ। সারা দেশের থেকে অনেক ভালো পরিস্থিতিতে রয়েছে পশ্চিমবঙ্গ। কারণ জাতীয় হারের থেকে প্রায় তিন শতাংশ কম এরাজ্যের বেকারত্ব।
মুষ্টিমেয় কয়েকটি রাজ্যকে সুবিধা করে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তত্ত্বগুলি বিনষ্ট করা হচ্ছে।যোজনা কমিশনের সময়েও যুক্তরাষ্ট্রীয় তত্ত্বের কিছু অবশিষ্ট ছিল। নীতি আয়োগে কিছুই নেই। সাম্প্রতিক বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবিষয় দেশকে ভাঁওতা ছাড়া আর কিছুই দেয়নি। কারণ ৫০০টি কোম্পানিতে কেন্দ্র বছরে ২ লক্ষ যুবক-যুবতীর ইন্টার্নশিপের কথা বলেছে।
কিন্তু বাস্তব চিত্র হল, এই সমস্ত কোম্পানিতে এত যুবক-যুবতীর কাজের সুযোগ করে দেওয়ার ক্ষমতা তাদের নেই। আবার, এক বছর পরে এঁরা কী করবেন, তারও কোনও দিশা দেখাতে পারেনি কেন্দ্র। ঠিক যেমন অগ্নিবীরদের ক্ষেত্রে করেছিল।