খবর বিভাগে ফিরে যান

জিএসটি নিয়ে সুকান্তকে তোপ অমিত মিত্রের

জুন 3, 2022 | < 1 min read

জিএসটি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন নয়।

আজ সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপি সভাপতির সুকান্ত মজুমদার (Sukanta Majumder) দাবি করেছেন যে, বাংলাকে জিএসটি (GST) বাবদ বেশি টাকা দিয়েছে কেন্দ্র।

তবে এর উত্তরে রাজ্যের অর্থদপ্তরের উপদেষ্টা অমিত মিত্রর কটাক্ষ, “”জিএসটি নিয়ে পড়াশোনা না করে জনসমক্ষে হাস্যকর দাবি করেছেন বটানির অধ্যাপক। তা তাঁর অজ্ঞতা।” বাংলার সাথে অন্যান্য রাজ্যের জিএসটি ক্ষতিপূরণের অঙ্কে কি ফারাক, তা তিনি পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন।

তিনি জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে জিএসটি ঘাটতি বাবদ রাজ্যকে মাত্র ৬৫৯১ কোটি টাকা দিয়েছে কেন্দ্র।
কেন রাজ্যগুলোকে কেন্দ্রের তরফে জিএসটি ঘাটতি দেওয়া হয়, তার ব্যাখ্যাও দিয়েছেন অমিত মিত্র।পাশাপাশি তিনি জানিয়েছেন, চলতি অর্থবর্ষের ২ মাসে বাংলায় জিএসটি আদায় হয়েছে ১৯.২৩ শতাংশ, যা ১৪ শতাংশের চেয়ে বেশি।

অতএব, জিএসটি সম্পর্কে সঠিক ধারণা না নিয়েই বেফাঁস কথা বলে ফেলেছেন বিজেপি সভাপতি একথা কার্যত স্পষ্ট।

তবে একজন বাঙালি হিসেবে কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য অর্থ চাওয়া নিয়ে সুকান্তবাবুরও সরব হওয়া উচিত, এমন পরামর্শও দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare