দেশ বিভাগে ফিরে যান

লোকসভায় আজ দিল্লি অর্ডিন্যান্স

আগস্ট 1, 2023 | < 1 min read

অনেক আলোচনা বিতর্কের পর অবশেষে আজ লোকসভায় দিল্লি অর্ডিন্যান্স পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির আমলাতন্ত্রের রাশ নিয়ে মোদী বনাম কেজরি সরকারের লড়াই – এই আলোচনায় বিরোধীরাও (‘ইন্ডিয়া’ জোট) অংশ নেবেন।

সকল সাংসদদের উপস্থিত থাকতে হুইপ জারি করেছে কংগ্রেস-সহ অন্যান্য দল। মণিপুর ইস্যু নিয়ে সংসদে হৈহট্টগোল চললেও, দিল্লি অর্ডিন্যান্সের মতন কিছু গুরুত্বপূর্ণ বিলে আলোচনায় অংশ নেবেন বিরোধীরা, একথা আগেই জানিয়েছিল ‘ইন্ডিয়া’ জোট। তারা ডিভিশন চাইবেন, সব সাংসদদের (যারা অসুস্থ, দরকার পড়লে অ্যাম্বুলেন্সে করে হলেও) হাজির করানো হবে।

গতকালই লোকসভায় অর্ডিন্যান্সটি পেশ হওয়ার কথা ছিল। তবে সদন দফায় দফায় মুলতুবি হয়ে যাওয়ায় আজকের কর্মসূচীতে তা লিস্টেড হয়েছে। লোকসভায় অর্ডিন্যান্সটি পাশ করাতে সরকারের কোনও সমস্যা হবে না। তবে পরিসংখ্যান বলছে, বিরোধীরা রাজ্যসভায় নিজেদের কৌশল প্রয়োগ করবে। তবে উচ্চকক্ষেও বিলটি পাশ করানো নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী কেন্দ্র।

সূত্রের খবর, লোকসভায় বিলের উপর আলোচনায় অংশ নেবেন তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় আর রাজ্যসভায় দলনেতা ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যান্য দলের পক্ষ থেকে আরও একজন বক্তব্য রাখবেন বলেই ঠিক হয়েছে। সাংসদ ডেরেক ও’ব্রায়েনের কথায়, “আমরা আলোচনায় অংশ নেবো এবং ডিভিশন চাইবো। Win/loose or draw, we are going for vote.”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare