দেশ বিভাগে ফিরে যান

সিএএ নিয়ে উদ্বেগ আমেরিকা ও জাতিসংঘের

মার্চ 16, 2024 | < 1 min read

সারাদেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন কার্যকর হতেই এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন অনেকেই। এবার সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। এই আইনটিকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক প্রকৃতির’ বলে উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বলেছেন, ‘‘গত ১১ মার্চ ভারত সরকার সিএএ নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে, আমরা তা নিয়ে উদ্বিগ্ন। এই আইন কী ভাবে প্রণয়ন করা হচ্ছে, আমরা তার দিকে নজর রেখেছি। ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং আইনে সব সম্প্রদায়ের সমান অধিকার মৌলিক গণতান্ত্রিক নীতি।’’ আবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসের এক মুখপাত্র বলেছেন, ‘সিএএ মৌলিকভাবে বৈষম্যমূলক প্রকৃতির এবং আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতার লঙ্ঘন।’ ভোটের মুখে সিএএ কার্যকর করা নিয়ে দেশ জুড়ে যখন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আমেরিকা ও জাতিসংঘ এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানাল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঠে ফিরেই বাজিমাত, কামব্যাকে ৪ উইকেট সামির
FacebookWhatsAppEmailShare
কোচিং সেন্টারের বিজ্ঞাপনে টপারের ছবি, ১০০% চাকরির নিশ্চয়তা নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের
FacebookWhatsAppEmailShare
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার
FacebookWhatsAppEmailShare