নারী দিবসে নজির গড়লেন সুন্দরবনের মহিলারা
বাঘের হামলার ভয় থাকলেও, পেটের টানে জঙ্গলে যেতেই হয় সুন্দরবনের মানুষদের। তাই মানুষের জঙ্গল নির্ভরতা কমাতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে বিগত তিনমাস ধরে গ্রামের মহিলাদের হাতের কাজ শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের তৈরী ফুলদানি, ব্যাগ, টি-শার্ট সহ ঘর সাজানোর নানা সামগ্রীতে ফুঁটে উঠছে সুন্দরবনের ছোঁয়া। এই সমস্ত সামগ্রী বিক্রির জন্য সজনেখালিতে একটি প্রদর্শনী করেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।