খাতা না দেখেই নম্বর দেওয়ার অভিযোগ, বিতর্ক যাদবপুরে
নভেম্বর 19, 2024 < 1 min read
ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার আর ব়্যাগিং নয়, কাঠগড়ায় অধ্যাপক। পরীক্ষার খাতায় বেনিয়মের অভিযোগ। জানা গিয়েছে, খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ। সাংবাদিকতা বিভাগে এই অভিযোগ ওঠে। খাতা রিভিউ করার সময়ে এই ঘটনা সামনে আসে বলে জানা গিয়েছে। যদিও যে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, তিনি গোটা বিষয়টা অস্বীকার করেছেন।বিষয়টা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে যায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোমবার একটি বৈঠক হয় ৷
বৈঠকে প্রধান উপাচার্য, সহ-উপাচার্য, বিভাগীয় প্রধান সকলেই উপস্থিতি ছিলেন ৷ ঘটনার প্রতিবাদে অভিযোগকারীরা বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ দেখান অরবিন্দ ভবনের সামনে । তবে কোনও সুরাহা হয়নি ৷ সেই কারণে, এই নিয়ে মঙ্গলবার ফের একটি বৈঠক করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ সম্পূর্ণ অভিযোগ খতিয়ে দেখবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । দরকারে অভিযুক্ত অধ্যাপককে জিজ্ঞাসাবাদও করা পারে বলে খবর ৷
তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷যাদবপুরের সাংবাদিকতা বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগ একেবারেই নতুন নয়। এর আগেও পড়ুয়ারা একাধিকবার পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ উঠেছে অধ্যাপকদের বিরুদ্ধেও।পড়ুয়াদের দাবি, রাজনৈতিক পরিচয় জেনে অনেকের নম্বর খাতা না দেখেই বাড়িয়ে দেওয়া হয়।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...